শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগাই সেতুর কাছে বালু উত্তোলনের দায়ে ৮টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর এলাকার ভোগাই নদীর সেতু এলাকার কাছে বালু উত্তোলনের দায়ে এ মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, সেতুর দুই পাশে ৫শ মিটার করে দুপাশে এক কিলোমিটার এলাকা বালু উত্তোলন নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করছিল কিছু অসাধু বালু ব্যাবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীন। এসময় ৮টি বালু উত্তোলনের মেশিন ধ্বংস করা হলেও বালু উত্তোলনকারীরা পালিয়ে যান।
এ ব্যপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন বলেন, ভোগাই নদীর সেতু রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীর সীমান্ত এলাকায় স্যালো মেশিনের মাধ্যমে বালু উত্তোলণের অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্তবর্তী ভোগাই নদের ৩শ মিটার এলাকা থেকে ২৫টি স্যালো মেশিন ধ্বংস করেন।