শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে রুপনারায়ন কুড়া ইউনিয়নের মির্জাবাজার এলাকার সিংগুয়ারপাড় গ্রাম থেকে আবুল কাশেম (৪০) নামের এক ভাসমান মাদক ব্যবসায়ীকে আটকের পর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তি উপজেলার সিংগুয়ারপাড় গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৮ টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই দন্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ভাসমান মাদক ব্যবসায়ী আবুল কাশেম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মশিউর রহমানের সহযোগিতায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম গাজা ও গাজা সেবনের ১টি কলকি উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান দন্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, সাজাপ্রাপ্তকে পুলিশী হেফাজতে দেয়া হয়েছে।