‘তথ্যই শক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ইউনিয়ন পরিষদের সেবা তথ্য সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর জন্য ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়েছে। (১৭ অক্টোবর) মঙ্গলবার বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির পৃষ্টপোষকতায় গঠিত ইয়েস গ্রুপের পরিচালনায় উপজেলার নয়াবিল ইউনিয়নের চারআলী বাজারে এ ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা দেওয়া হয়।
এসময় টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন, স্বজন সদস্য আনিসুজ্জমান বাপ্পি, ইয়েস গ্রুপের সহ-দলনেতা আরজু মালা, সদস্য আজমেরি আক্তার লিজা, সোহেল রানা, নিয়ামুল কাওসার মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস/ বা.স