শেরপুরের নালিতাবাড়ীতে অভৈধভাবে ভোগাই নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে শ্যালুচালিত ৪টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এছাড়াও শহরের গড়কান্দা এলাকায় মোটরযান আইনে পৃথকভাবে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা শিমুলতলা এলাকায় ভোগাই নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় শহরের গড়কান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মোটরযান আইন অনুযায়ী মাথায় হেলমেট না থাকায় ৩ মোটরসাইকেল আরোহীকে ১ হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সহকারী দিয়ে ট্রাক পরিচালনার অপরাধে এক ট্রাক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, শিমুলতলা এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৪টি মিনি শ্যালুচালিত ড্রেজার জব্দ করে তা হাতুড়ী দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।