শেরপুরের নালিতাবাড়ীতে বড়দিন উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এসময় মোবাইল ফোনে খ্রীষ্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে শুভেচ্ছামুলক বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মি. লুইস নেংমিনজাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৪৬টি গীর্জায় ২২ হাজার ৩৮৩ টাকার চেক বিতরণ করা হয়।