শেরপুরের নালিতাবাড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র ঠেকিয়ে দস্যুতার ঘটনায় আব্দুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার উত্তর রানীগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান স্থানীয় আমজাদ হোসেনের ছেলে। মঙ্গলবার বিকেলে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আব্দুর রহমানকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুন্নেছা খানম বুধবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা রেকর্ড ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, গোপনে দোকানে প্রবেশ ও দস্যুতার অভিযোগে দন্ডবিধির ৪৬১/৩৯২/৩৪ ধারা মোতাবেক নিয়মিত মামলায় আব্দুর রহমান নামে একজনকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।