শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় বৃক্ষ রোপনের কর্মসূচির উদ্বোধন করেছেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক। ৭ জুন বুধবার সকালে পৌর শহরের বেপারী পাড়া এলাকায় তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরে পূর্বের তুলনায় বৃক্ষ কমে যাওয়ায় পৌরসভার নিজস্ব তহবিল থেকে মেয়র আবু বক্কর সিদ্দিক ৫ হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। এই ৫ হাজার বৃক্ষ শহরের প্রতিটি রাস্তার পাশে এবং সরকারী পতিত জমিতে তিন দিনব্যাপী রোপন করা হবে। এতে পরিবেশ বান্ধব ফলজ, ওষুধি ও কাঠ গাছ রয়েছে।
এ বিষয়ে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের এই পৌরসভায় আগের চেয়ে ব্যাপক হারে বৃক্ষ কমে গেছে। তাই শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের এমপি ও মাননীয় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে এই বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছি।