‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, ব্যাপ্টিস এইড ও আরডিএসের সহযোগিতায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও র্যালি, কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন জাতের বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সনাক সভাপতি জোবায়দা খাতুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক আবদুল মান্নান সোহেল, ব্যাপ্টিস এইডের ম্যানেজার সাইদুর রহমান, সনাকের সহ-সভাপতি সাদরুল আহসান মাসুম, সদস্য কোহিনুর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিক সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতা, পুরস্কার ও বৃক্ষ বিতরণ করা হয়।