‘‘টেকসই উন্নয়ণ লক্ষ্য মাত্রা অর্জন, নার্স এক নেতৃত্বদানকারী কন্ঠস্বর’’ এই প্লোগান কে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স র্যালি, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে।
দুপুর ১২টায় একটি র্যালি উপজেলা স্বাস্থ কমপ্লেক্স থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভায় সিনিয়র স্টাফ নার্স বদরুন নাহার, হিমানী ডিও, রেবেকা সুলতানা, আব্দুল মমিন ও তৌহিদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিশ্ব নার্স দিবস উপলক্ষে কেক কাটা হয়।