কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহবান’ এই প্রতিপাদ্যে মহামারী করোনা ভাইরাস (কোভিট-১৯) এর কারনে ঘরোয়া আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে সোমবার (৯ আগস্ট) সকালে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) নালিতাবাড়ী উপজেলা শাখা এর আয়োজন করে।
দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) নালিতাবাড়ী শাখার সভাপতি সোহেল রেমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাইবাল চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারমারী প্যারিস কাউন্সিলের সাধারণ সম্পাদক মি. জন মাংসাং, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মি. বাপন নেংমিনজা প্রমুখ। সভায় বক্তারা ভুমি সমস্যা তুলে ধরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবী জানান।