শেরপুরের নালিতাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে থানা পুলিশ বিভিন্ন অপরাধে মোট ১০জনকে গ্রেফতার করেছে। ১০ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নন্নী গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে আঃ রহিম, বিশগিরিপাড়া গ্রামের আঃ খালেক এর ছেলে হেলাল, একই গ্রামের দিন মাহমুদের ছেলে উসমান আলী ও আজমত আলী, পানিহাতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে জুলহাস আলী, কুত্তামারা গ্রামের ফরজ আলীর ছেলে শফিকুল ইসলাম, ছিটপাড়া মহল্লার ছফর উদ্দিনের ছেলে আব্দুল হান্নান ভুলু ও জুলহাস এর ছেলে মজিবর রহমান, গড়কান্দা মহল্লার নুর ইসলামের ছেলে রনি মিয়া এবং নকলা উত্তর বাজারের হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম।
শেরপুর টাইমস/ বা.স