শেরপুরের নালিতাবাড়ীতে জহুরা খাতুন (৫০) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ নভেম্বর বুধবার সকালে উপজেলার রাজনগর ইউনিয়নের মনাকুশা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃত হারেজ আলীর স্ত্রী।
জানা যায়, জহুরা খাতুন প্রতিদিনের ন্যায় প্রয়োজনীয় সাংসারিক কাজ শেষে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ীর একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে এলাকার এক যুবক জহুরা খাতুনের কাছে কলা কিনতে তার বাড়ীতে যায়। ওইসময় সে তার ঘরের দরজার ধাক্কা দিয়ে ওই নারীর লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতের অন্ধকারে বিধবা ওই নারীকে তার নিজ কক্ষে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রেখে যায়। তার মুখমন্ডল ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কি কারণে ওই হত্যাকান্ড সংঘটিত হয়েছে; তা এখনও পরিস্কার নয়। তবে তদন্তে দ্রুতই তা উদঘাটন করা হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।