শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গোল্লারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সারোয়ার আলম (৪৫)। তিনি পৌরশহরের গড়কান্দা এলাকার বাসিন্দা সাবেক চেয়ারম্যাম মৃত জোনাব আলীর ছেলে এবং সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেনের ছোট ভাই।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার গোল্লারপাড় এলাকায় নিজ জমিতে সেচ দিতে যান সারোয়ার। এসময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গভীর নলকূপ স্পর্শ করলে সে জমিতে ছিটকে পড়েন। পরে এলাকাবাসী সারোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, নিজ জমিতে আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা গভীর নলকূপ স্পর্শ করলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সারোয়ারের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করা হয়েছে বলেও ওসি জানান।