শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাগরদি গ্রামে বিদ্যুৎস্পর্শে ফিরোজা খাতুন নামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় বোনকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছোট ভাই সফি ও মা সুরাইয়া বেগম। গত শুক্রবার বিকালে মৃত্যুর পর শনিবার সকালে তার মরদেহ দাফন করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার সাগরদি কৃষ্ণপট্টি গ্রামের ফজল করিমের মেয়ে ফিরোজা শুক্রবার বিকালে গোসল শেষে বাড়ির আঙিনায় জিআই তারে কাপড় শুকাতে যায়। এ সময় পাশের বাড়ি থেকে টানা বিদ্যুতের তারে জিআই তার বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে জড়িয়ে ফিরোজার মৃত্যু হয়।