নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা মসজিদের পিছনে একটি বাড়ীতে ৮ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে র্যাব -১৪ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার আসামী মেহেদী হাসান জনি (২২) কে আটক করে। এসময় তাঁর কাছ থেকে ১টি বিদেশী পিস্তল (৭.৬৫) ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক জনি গড়কান্দা মহল্লার মুকুল মিয়ার ছেলে।
র্যাব -১৪ কোম্পানী কমান্ডার মো. হায়াতুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।