পরিচ্ছন্ন নালিতাবাড়ী শহর গড়ে তুলতে শেরপুরের নালিতাবাড়ীতে বিডি ক্লিনের যাত্রা শুরু হয়েছে । এ উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সাব্বির আহাম্মদ বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন, দূর্জয় হাসান শাকিল, খোরশেদ রাব্বী, সা’দ আল জুনাইদ, সাজিদ ওয়াহিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, দীপ্ত কর্মকার, দীপ্ত সাহা, তূর্য, শোয়েব আহামেদ তন্ময়, শান্ত, রাব্বী আহমেদ, কাওসার মাহমুদ, নাঈম আহমেদ, সৌরভ দে, হাসানুর এবং রাব্বী। এতে তারা বলেন, আমাদের প্রত্যাশা নালিতাবাড়ী উপজেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বন্ধ পরিকর।