শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও টানা দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী আর নেই। (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তিনি প্রায় দেড় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন। রবিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের কাচারীপাড়া তার বাসা থেকে কেন্দুয়াপাড়াস্থ নিজ খামার বাড়ির উদ্দেশ্যে রিকশাযোগে বেড়িয়ে যান তিনি। এগারোটার দিকে তার পরিবারের সাথে শেষ বারের মতো মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কিন্তু তিনি খামার বাড়িতে আছেন ভেবে পরিবারের লোকজন খোঁজ করেননি। পরদিন শুক্রবার ভোরে স্থানীয় লোকজন নালিতাবাড়ী পৌর শহরের সীমানা শেষে রাস্তার পশ্চিমে থাকা আইলাখালী এর পারে ধানক্ষেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন আশরাফ আলীকে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দেড় মাসের মতো আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় রবিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া এগারোটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।