শেরপুরের নালিতাবাড়ীতে আয়নাল হক (২২) নামের এক যুবককে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেখে কিশোরী এক কন্যাকে দ্বিতীয় বিয়ে করার অপরাধে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত আয়নাল হক কালিনগর এলাকার মোশারফ হোসেনের ছেলে।
রবিবার (৫ জানুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ সাজার আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এর আগে আয়নাল হকের এর প্রথম স্ত্রী পৌরশহরের পার্শ্ববর্তী কালিনগর এলাকার বাসিন্দা তার স্বামী অনুমতি না নিয়ে দেড় বছরের এক পুত্র সন্তান রেখে নাবালিকা এক কন্যাকে দ্বিতীয় বিয়ে করছেন বলে উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর আয়নাল হক ও কনে কে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন। পরে বরের বাল্যবিবাহ করার স্বীকারোক্তি জবানবন্ধি প্রদান করলে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে তাকে দেড় বছরের বিনাশ্রম সাজার আদেশ দিয়ে শেরপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলেই সাজাপ্রাপ্ত যুবককে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।