শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধকল্পে উপজেলা পর্যায়ে শিশু ও নারীদের মানব সম্পদে পরিণত করার উপায় অনুসন্ধানের লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ইউনিসেফ এর সহযোগিতায় ‘লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড এম্পাওয়ারমেন্ট’ প্রকল্পের অধীনে আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক আনোয়ারুল্লাহ।
এতে উপজেলা পরিষদের সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, সাংবাদিক, ধর্মীয় নেতা ও শিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।