শেরপুরের নালিতাবাড়ীতে বালু বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন নজরুল ইসলাম মিন্টু নামে এক ইউপি সদস্য। আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার কাকরকান্দি ইউপি’র ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেলযোগে নালিতাবাড়ী ফিরছিলেন। এসময় যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী একটি বালু বোঝাই বেপরোয়া গতির ট্রাক্টর সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ভেঙ্গে যায় ও ছিটকে পড়ে যান চালক ইউপি সদস্যসহ তিন আরোহী। এসময় আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই প্রাণ হারান ইউপি সদস্য নজরুল ইসলাম। পরে আহত অবস্থায় আব্দুর রব ও জাহিদুলকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত জাহিদুলকে ময়মনসিংহ প্রেরণ করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার জাহান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ট্রাক্টরটি আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।