শেরপুরের নালিতাবাড়ীতে বন্যার পানিতে ডুবে লামিয়া খাতুন নামে আট বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থী মারা গেছে। সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর (বড় বিলা) গ্রামের লালচাঁন এর মেয়ে।
জানা গেছে, কয়েকদিন আগে পাহাড়ি ঢলের অকাল বন্যায় লাল চাঁনের বাড়ি প্লাবিত হয়। বাড়ির পেছনে কাঁচা রাস্তাতেও বানের পানি উঠে। সোমবার সকালে শিশু লামিয়া সহপাঠী দুই শিশুকে নিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়ীতে বেড়াতে যাচ্ছিল। এসময় ওই রাস্তার ভাঙ্গা জায়গা দিয়ে পারাপারের সময় তিন জনেই অসাবধানতাবশত রাস্তার গর্তে পড়ে যায়। পরে শিশুদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে। তবে অপর দুই শিশু অক্ষত থাকলেও লামিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেইসাথে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও ওসি জানান।