শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে উপজেলার বন্যাদুর্গত এলাকা মরিচপুরান ও যোগানিয়া ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
সুত্র জানায়, সম্প্রতি অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার শতশত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও যোগানিয়া ইউনিয়নের ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এক প্যাকেট করে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সৌজন্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন খেতমজুর নেতা আমিনুল ইসলাম নিরব, বাংলাদেশ যুবমৈত্রী শেরপুর জেলা কমিটির সদস্য রাজু আহম্মদ, ছাত্রমৈত্রীর জেলা কমিটির সদস্য সেজান আহমেদ সাজন, খেতমজুর নেত্রী মরিয়ম ও খালেদা বেগম প্রমুখ।