শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রথমআলো বন্ধুসভার নতুন কমিটি শুক্রবার (১৭ জানুয়ারী) রাতে ঘোষণা করা হয়েছে। এতে জয় সাহাকে সভাপতি এবং অভিজিৎ সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ইয়াসমিন আক্তার ও আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজমেরী আক্তার লিজা ও আরিফুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান তুহিনকে নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন- জোবায়দা খাতুন, এম এ হাকাম হীরা, বিপ্লব দে কেটু, নাজনীন আক্তার, নূরে আলম হীরা, ক্লোরিডা নকরেক কেয়া এবং প্রথমআলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল।
একদিকে, শুক্রবার বিকেলে নয়া কমিটির অভিষেক এবং বার্ষিক পরিকল্পনা গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় পরিচিতি পর্ব, বার্ষিক কর্ম পরিকল্পনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সংঠনের নয়া কমিটির উপদেষ্টা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।