শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরসভা পর্যায়ের আটটি বিদ্যালয়ের ১৬টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করছে। মেয়েদের আটটি ও ছেলেদের আটটি দল খেলবে। উদ্বোধনী খেলায় ছেলেদের দল তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চারু সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে।
এছাড়াও টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, কাউন্সিলর জহুরুল হক, সুরুজ্জামান, নুপুর অধিকারী, আজাহারুল ইসলাম,প্রধান শিক্ষক মো.হায়দার আলী,মো.মকবুল হোসেন,মো.বজলুর রহমানসহ সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।