শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলা মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে নলজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে রামচন্দ্রকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা গোল্ডকাপে শিমুলতলা স্লোইচগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় কে হারিয়ে জাওরারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা, সহকারী শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।