শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারমারী এলাকায় ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে বেলজিয়াম প্রবাসী মো. জাবের উদ্দিনের পৃষ্ঠপোষকতায় করোনা ভাইরাসের কারনে দরিদ্র, অসহায় ও কর্মহীন ৪শ পরিবারের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন উপকরন সামগ্রী বিতরন করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সমাজ সেবক দরবেশ আলী মন্ডল এসব উপকরন সামগ্রী বিতরনের উদ্বোধন করেন। উপকরন সামগ্রীর মাঝে ছিল ৮শ মাস্ক, ৮শ সাবান, ৪শ পাতা প্যারাসিটামল, ৮শ প্যাকেট স্যালাইন ১০০ গ্রাম করে ৪শ প্যাকেট ব্লিচিং পাউডার, স্প্রে করার জন্য ছোট ৪শটি স্প্রে মেশিন ও করোনা ভাইরাসের সচেতনতামুলক লিফলেট।
ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফিরোজ আলম ও রুহুল আমীন লিটন বলেন, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সারাবিশ্বে হানা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। যার কোন প্রতিষেধক বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেনি। তাই এই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে হলে সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ও সাবান দিয়ে নিয়মমতো বার বার হাত ধোয়ার নিয়ম পালন করতে হবে। এজন্য আমরা স্বল্প পরিসরে নিম্ন আয়ের মানুষের মাঝে কিছু সহায়তা সামগ্রী বিতরন করলাম। এভাবে সকল বিত্তবানদের এগিয়ে আসা দরকার।
ওই সংগঠনের স্বেচ্ছাসেবক আহাম্মদ আলী, সোহেল মন্ডল, নজরুল ইসলাম, কবির হোসেন, সজীব মিয়া, জিহাদ ও মামুন মিয়া বৃহস্পতিবার দিনব্যাপী বাড়ি বাড়ি ঘুরে এসব সামগ্রী বিতরন করেন।