শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে বাসিন্দা ও মমেনা মার্কেটের চা দোকানী ইব্রাহিম মিয়া (৫০) বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল আটটার দিকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইব্রাহিম অন্যান্য দিনের মতো বাড়ির পাশে মমেনা মার্কেটে চা দোকান করছিল। তার সাথে তার স্ত্রীও ওই দোকানে ছিল। পরে সকাল আটটার দিকে কোন কিছু বুঝে উঠার আগেই সে তার বাড়ির দক্ষিণ পাশের গোয়াল ঘরের আড়ার (ধর্নার) সাথে ঝুলে আত্মহত্যা করেন। তাদের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
তার স্ত্রী শমলা বেগম জানান, তার স্বামীর খোঁজ না পাওয়া গেলে খোঁজাখুজির এক পর্যায়ে গোয়ল ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সেইসাথে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।