শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামুন মিয়া (৩০) নামের এক যুবক নিজ ঘরের আড়ার (ধর্না) সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের নাগর আলীর ছেলে।
পারিবারিক সুত্র জানায়, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের দোকান থেকে এসে মামুন ঘুমানোর জন্য তার নিজ ঘরে যায়। বেশ কিছুণ পর কোন সাড়া শব্দ না পেয়ে ও দরজা আটকানো দেখে তার স্ত্রী জানালা দিয়ে উকি মেরে দেখে তার স্বামী ফাঁসিতে ঝুলে আছে। এসময় তার ডাকচিৎকারে বাড়ির অন্যান্যা লোকজন ছুটে এসে মামুনকে উদ্ধার করে। এদিকে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা জানান নিহত মামুন বেশ কিছু দিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার এসআই আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।