শেরপুরের নালিতাবাড়ীতে প্রানী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন। প্রানী সম্পদ উন্নয়নে সরকারের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল ও ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর প্রমুখ। পরে ১৭ জন খামারীকে ৩০ হাজার টাকা প্রনোদনা পুরুষ্কার দেওয়া হয়।