বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নালিতাবাড়ী উপজেলার সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সাবেক শিক্ষক নেতা বীর মুক্তিযুদ্ধা ইউনুস আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সহ-সভাপতি মাহফুজুর রহমান সোহাগ, সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ প্রমুখ।