প্রাথমিক শিক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে উপজেলার নির্বাচিত বিদ্যালয়ে এসএমসির‘র সভাপতি ও প্রধান শিক্ষকমন্ডলীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির আয়োজনে ২৪ মে বুধবার দুপুরে সনাক কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাক্কর মোরশেদ খান চৌধুরী, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাজেদুল ইসলাম, রুপনারায়ন কুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশা রাংশা, গাছগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক, সনাকের সহ-সভাপতি সাদরুল আহসান মাসুম, সদস্য কোহিনুর রুমা, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ১৫টি বিদ্যালয়ের এসএমসির‘র সভাপতি ও প্রধান শিক্ষকমন্ডলীরা অংশ গ্রহণ করেন।