শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রথম আলো বন্ধুসভার উদ্যেগে দরিদ্র অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে পৌর শহরের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে দেড় শতাধিক রোজাদার মানুষের মাঝে এ ইফতার বিতরণ করে বন্ধুসভার বন্ধুরা।
বন্ধুসভা সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী প্রথম আলোর বন্ধুসভার উদ্যোগে বুধবার বিকেলে তারাগঞ্জ উত্তর বাজার, মধবাজার, গড়কান্দা ও নালিতাবাড়ী বাজারের দেড়শতাধিক মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় বন্ধুসভার উপদেষ্টা প্রথম আলো প্রতিনিধি আবদুল মান্নান সোহেল, সভাপতি জয় সাহা, সহ-সভাপতি আমিনুল ইসলাম ও ইয়াসমিন আক্তার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তুহিনসহ বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।