শেরপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচার-প্রচারনা। জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে (শেকেরকুড়া-বোনারপাড়া-বেকিকুড়া) ফুটবল প্রতিকের প্রার্থী আবু সাইদ দেওয়ান শক্ত অবস্থানে রয়েছেন। তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কৃষক লীগের পোড়াগাঁও ইউনিয়নের সভাপতি হওয়ায় মাঠ পর্যায়ে তার ব্যাপক সমর্থন রয়েছে। এছাড়া শেকেরকুড়া গ্রামে একক প্রার্থী ও বড় গোষ্ঠীগত কারনে তার একটি ভোট ব্যাংক রয়েছে এখানে। তাই এবারের ইউপি নির্বাচনে ফুটবল প্রতিকের প্রার্থী আবু সাইদ দেওয়ান জমজমাট প্রচারনায় এগিয়ে রয়েছেন বলে ওই ওয়ার্ডের সাধারণ ভোটাররা জানিয়েছেন।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী আবু সাইদ দেওয়ান নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ইতিমধ্যেই তিনি ভোটারদের সমর্থন আদায়ের লক্ষে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করে যাচ্ছেন। সেইসাথে নির্বাচনী মাঠ বেশ জমে উঠেছে। বিশেষ করে তরুণ, যুবক ও নতুন ভোটররা তার সমর্থনে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন।
প্রচারনার ধারাবাহিকতায় সোমবার (১৫ নভেম্বর) রাতে শেকেরকুড়া গ্রামের নিজ বাড়ির আঙিনায় এক নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নুর নবী, রহমত আলী, তোফাজ্জল হোসেন, ইয়াছিন আলী, একাব্বর আলী, আব্দুল মতিন (ইমাম), মুন্তাজ আলী, জহুর আলী, সুরুজ আলী, সাইফুদ্দিন, মেহেদী হাসান ও সিরাজ সরকার প্রমুখ। সভাটি পরিচালনা করেন রেজাউল করিম।
এসময় বক্তারা বলেন, আবু সাইদ আমাদের প্রতিবেশী, গ্রামের একক, সৎ ও যোগ্য প্রার্থী। তাই আমরা এবারে জোটবদ্ধ হয়ে ফুটবল প্রতিকে ভোট দিয়ে বিজয়ের মালা তার গলায় পড়াবো। এতে অংশগ্রহনকারী প্রায় পাঁচ শতাধিক নারী ও পুরুষ ভোটররা একযোগে আবু সাইদ দেওয়ানের ফুটবল প্রতিককে বিজয়ী করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
সভায় প্রার্থী আবু সাইদ দেওয়ান বলেন, আমি যদি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হই তাহলে সব সময় গরীব, দুঃখী-মেহনতী মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। এসব কাজের মধ্যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিভিন্ন সরকারী সাহায্য সহযোগীতা প্রাপ্য ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে বিনামুল্যে বিতরণ করবেন বলেও তিনি জানান।
সুত্রে জানা গেছে, পোড়াগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডটিতে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬২৮টি। এখানে আবু সাইদের সাথে আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৭০% ভোট আবু সাইদের ফুটবল প্রতিকে পড়বে বলে ওই ওয়ার্ডের ভোটাররা জানান। এদিকে, নির্বাচনী এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে ওই ওয়ার্ডে মোট তিনজন প্রার্থীর মাঝে আবু সাইদ দেওয়ানের ফুটবল প্রতিক বর্তমানে প্রথমস্থানে রায়েছে। সবকিছু ঠিক থাকলে বিজয়ের হাসি আবু সাইদ দেওয়ানের মুখেই ফুটবে বলে ভোটাররা জানিয়েছেন।