শেরপুরের নালিতাবাড়ীর বারমারী এলাকার আন্ধারুপাড়া গ্রামে আজ বুধবার (২২ মে) সকালে দেলুয়ার হোসেনের পোল্ট্রি খামারের বর্জ্য’র পানি অপসারন নিয়ে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। আহতরা হলেন- সাইদুল ইসলাম (৪০), সাইফুল ইসলাম (৩৮) ও শহিদুল ইসলাম (২৮)। এদের মাঝে দুইজন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে বাড়িতে আছেন শহিদুল ইসলামকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত দুই বছর আগে সাইদুলের বাড়ির উজানে রাস্তার পাশে দেলুয়ার হোসেনের বাড়িতে তার নিজ মালিকানায় একটি পোল্ট্রি খামার গড়ে তোলেন। সাইদুলের বাড়ি ভাটির দিকে হওয়ায় সব সময় পোল্ট্রি খামারের মুরগীর বিষ্ঠা ও বর্জ্য’র দুর্ঘন্ধ লেগে থাকে। বুধবার সকালে খামার মালিক দেলুয়ার হোসেন বর্জ্যরে দুর্ঘন্ধযুক্ত পানি মেশিন দিয়ে সেচ দিতে এলে সাইদুলের ছোট ভাই সাইফুল তাদের পুকুরের পানি দুষিত হওয়ার আশংকায় খামারে এসে পানি সেচ দিতে বাধা দেয়। এসময় দুই পক্ষের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পরে মাঝে সংঘর্ষ বাধে।
এতে সাইদুল, সাইফুল ও শহিদুলকে দেলুয়ার (৩০) তার সহোদর ভাই ওয়াজেদ আলী (৩২), মুনতাজ আলী (৩০) ও তার চাচাতো ভাই জয়নাল (৩২) তাদেরকে বেধরক মারপিট শুরু করে। এসময় সাইদুল ও সাইফুল সামান্য আহত হলেও শহিদুলের মাথায় লাঠির আঘাত লাগায় গুরুতর আহত হয়। পরে প্রতিবেশি ও স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে শহিদুল হাসপাতালে ভর্তি আছেন। তবে পলাতক রয়েছেন দেলুয়ার ও তার লোকজন।
এ ব্যাপারে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সামাজিকভাবে বসে দুই পক্ষের কথা শুনে সুরাহা করার চেষ্টা করব। এ ঘটনায় আহত সাইদুল ইসলাম জানান, আমরা আইনের আশ্রয় নেবো।