শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুই নারী ও এক কন্যাশিশুর অপমৃত্যু হয়েছে। শুক্রবার এবং আজ শনিবার (২৮ আগস্ট) উপজেলার পৃথকস্থানে ফাঁসিতে ঝুলে, বিষপানে ও পানিতে ডুবে এসব ঘটনা ঘটে।
সুত্র জানায়, উপজেলার বাদলাকুড়া গ্রামে জনৈক গার্মেন্টকর্মী ইব্রাহিম এর স্ত্রী দুই বছর বয়সী এক কন্যাশিশুর জননী আয়শা বেগম (২১) গত ২৫ আগস্ট বুধবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের লোকেরা টের পেয়ে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সে মৃত্যুবরণ করে। মানসিকভাবে অসুস্থ হওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, শুক্রবার (২৭ আগস্ট) বিকেল আড়াইটার দিকে উপজেলার পূর্ব রাজনগর গ্রামের কৃষক রফিকুল ইসলাম তার চার বছর বয়সী কন্যাশিশু রিমা খাতুনকে গোসলের জন্য পুকুরে নিয়ে যায়। পরে পুকুর পাড়ের মাচায় বসিয়ে পাশে থাকা ধান ক্ষেতে দেখতে যায় বাবা রফিকুল। ফিরে এসে কন্যাকে দেখতে না পেরে একপর্যায়ে নিজে গোসল করতে পুকুরে নামে। এসময় রফিকুলের পায়ে কন্যার মরদেহ স্পর্শ অনুভব (টের পায়) করে। পরে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, শনিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার মরিচপুরান গ্রামে নওয়াব আলীর ত্রিশ বছর বয়সী বিবাহিত কন্যা আঞ্জুমান আরা অঞ্জু তার মায়ের থাকার ঘরে ঢুকে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পারিবারিক হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এসব ঘটনা নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল নিশ্চিত করেছেন।