শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে রবিবার (১৯এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নির্দেশনায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল করোনা ভাইরাসের কারনে অসহায় কর্মহীন ২০ টি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি করে আলু বিতরন করেন।
এসময় সেচ্ছাসেবক নালিতাবাড়ী উপজেলা বিডি ক্লিনের আহ্বায়ক সাব্বির আহম্মেদ বাদশা, ইউএফএইচ এর যুগ্ম সাধারন সম্পাদক সাআদ জুনাইদ, বিডি ক্লিনের সদস্য মেহেদী হাসান সাকিব, তামিম হাসান ওসি বছির আহমেদ বাদলের পক্ষে ওই গ্রামে গিয়ে এসব ত্রাণ বিতরন করেন।
এতে বনকুড়া সিউর সাকসেস বিদ্যা নিকেতনের পরিচালক নাছির আহম্মেদ সহযোগিতা করেন। ত্রাণ সামগ্রী বিতরনকালে ঐ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সবুর মিয়া বলেন, শেরপুর জেলা পুলিশ তথা নালিতাবাড়ী থানার ওসি সাহেবের এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়।কর্মহীন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এলাকাবাসী ধন্যবাদ জানান।
এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে দরিদ্র, অসহায় খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে ঘরে বসে মানবেতর জীবন যাপন করছে। সারাবিশ্ব এই ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় কেউ যাতে অভুক্ত না থাকে সেই চিন্তা ভাবনা থেকেই পুলিশের পক্ষ থেকে এই সামান্য উদ্যোগ করা হয়েছে। দেশের এই সংকট সময়ে সরকারী নির্দেশনা মেনে বিত্তবানদেরও এগিয়ে আসা দরকার।