শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালীনগর এলাকার শ্বশানের পুকুর থেকে বুধবার বিকেলে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ফয়সাল আহমেদ (২২)। সে পৌর শহরের পূর্ব কালীনগর এলাকার আজিজুর রহমানের ছেলে এবং নাজমুল স্মৃতি কলেজের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার ফয়সাল ও তার চার বন্ধু মিলে নালিতাবাড়ী গড়কান্দা এলাকায় একটি পুকুর বর্গা নেয়। পরে সোমবার সন্ধ্যায় ফয়সাল ও তার চার বন্ধুরা মিলে পুকুর সেচতে যান। এর পর থেকেই ফয়সালের ফোন বন্ধ পাওয়া যায়। পরে ফয়সালের মা রেহেনা বেগম ছেলের সন্ধানে পুকুরে গেলে তার বন্ধুরা জানায়, ফয়সাল বাসায় চলে গেছে। এর পর থেকে তার বাবা মা খোঁজ করতে থাকে। কিন্তু কোন সন্ধ্যান মেলেনি।
বুধবার বিকেলে হঠাৎ পৌর শহর শ্বশানের পাশের পুকুরে এলাকাবাসী একটি লাশ ভাসতে দেখে পুলিশ কে খরব দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। ফয়সালের বাবা মা লাশটি দেখে তাদের ছেলে বলে সনাক্ত করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।