নালিতাবাড়ীতে নদীর পানিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় উপজেলার নিচপাড়া গ্রামের বুড়ি ভোগাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিচপাড়া গ্রামের জুয়েল-শারমিন দম্পতির আড়াই বছর বয়সী পুত্র শেখ ফরিদ সোমবার বিকেলে খেলাচ্ছলে বাড়ির কাছেই বুড়ি ভোগাই নদীতে পড়ে যায়।
দীর্ঘ সময় শেখ ফরিদের কোন সন্ধান না পেয়ে মা শারমিন নদীতে খুঁজতে যান। সন্ধ্যার দিকে নদীর ভাটি এলাকায় শেখ ফরিদের মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়