শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়ন পরিষদ হল রুমে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শেরপর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে সৌরবিদ্যুত চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন কলসপাড় ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এজিএম আশরাফুল ইসলাম, নালিতাবাড়ী পল্লী বিদ্যুত সমিতির এজিএম (কম) শহিদুল ইসলাম, ওয়ারিং পরিদর্শক গোলাম ফারুক ভূইয়া প্রমুখ।