শেরপুরের নালিতাবাড়ীর বেগম রৌশন আরা একাডেমির মিলনায়তনে ২১ মে রোববার এক পলল্লীচিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দি একমি ল্যাবরেটরীজ লিমিটেড এই সম্মেলনের আয়োজন করে। এতে ডা. মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে পলল্লীচিকিৎসকদের দায়িত্ব ও ভুমিকা এবং একমি’র নতুন নতুন ঔষধ সম্পর্কে আলোচনা করেন এরিয়া ম্যানেজার আশরাফ সিদ্দিক, ফিল্ড অফিসার খন্দকার মাহফুজুর রহমান ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দীন মোহাম্মদ। এ সম্মেলনে ৩০ জন পল্লীচিকিৎসক অংশ গ্রহন করেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।