শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, উপজেলা সদরসহ বিভিন্ন হাট বাজারে দোকানীরা ব্যবসায় জিনিসপত্র বিক্রির সময় নিষিদ্ধ পলিথিন ব্যবহার করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে কাকরকান্দি ও কদমতলী বাজারে পলিথিন বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই দুই বাজারের ৫ জন দোকানীকে নিষিদ্ধকৃত পলিথিন রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া ওই ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।