শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিতকরন ও করনীয় বিষয়ক (এফজিডি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চেল্লাখালী ও ভোগাই নদী প্রেক্ষিতে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
এতে বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলার উর্ধ্বতন কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ, সবুজ বাংলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সালাউদ্দিন আলীম, সাংবাদিক মাহফুজুর রহমান সোহাগ, ইউপি সদস্য আলী হোসেন, সমাজসেবক আশোক কুমার হাজং, আব্দুল বারেক ও উপমা চিছাম প্রমুখ।
সেমিনারে বক্তরা স্থানীয় চেল্লাখালী ও ভোগাই নদী থেকে নদীর তীর না ভেঙ্গে পরিকল্পিতভাবে বালু উত্তোলন এবং গারোপাহাড়ে সামাজিক বনায়নে রোপিত আকাশমনি, ইউকিলিপটাস এসব বিদেশী গাছ লাগানোর পরিবর্তে পরিবেশবান্ধব ফলদ, বনজ ও ঔষধী গাছ লাগানোর সুপারিশ করেন।
এসময় সাংবাদিক, ব্যবসায়ী, ইউপি সদস্য ও সমাজকর্মীসহ ২৫জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।