শেরপুরের নালিতাবাড়ীতে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা গ্রাহকের মৃত্যুর পর তার নমিনির মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারমারী বাজার শাখা অফিসে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখা অফিসের ব্যবস্থাপক হযরত আলীর সঞ্চালনায় এতে পোড়াগাঁও ইউনিয়ন যুব লীগের সভাপতি মোরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সহকারী প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হোসেন আলী। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্ভিসের এডিশনাল পিডি কবিরুজ্জামান সোহেল ও হযরত আলী, সমাজসেবক সুলতান আহমেদ ও হাফেজ মো. আব্দুল্লাহ প্রমুখ।
এসময় পপুলার লাইফ ইনস্যুরেন্সের জীবন বীমা গ্রাহক আবুল হাসেমের স্ত্রী ও তার নমিনি রাজিয়া বেগমের কাছে ১ লাখ ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।