শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের নির্মাণাধীন একটি বাণিজ্যিক ভবনের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন তলার ছাদ থেকে পড়ে মারা গেছে রুমান (২৫) নামে এক নির্মাণশ্রমিক। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের মধ্যবাজার দুধ হাটিতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্যবাজার দুধ হাটিতে শফিউদ্দিন নামে এক ব্যবসায়ীর নির্মাণাধীন বাণিজ্যিক ভবনের তৃতীয় তলার ছাদে চতূর্থ তলার কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। বেলা সাড়ে বারোটার দিকে মেইন রোড থেকে রশিতে বেঁধে নিচ থেকে তৃতীয় তলার ছাদে রড উঠানোর কাজ করছিল দুই শ্রমিক রুমান ও ফারুক। অসাবধানতাবশত উঠানোর সময় রশিতে বাঁধা রড কাছেই থাকা পিডিবি’র ৩৩ কেভিএ বিদ্যুত সঞ্চালন লাইনের তারে স্পর্শ লাগে।
এতে নির্মাণশ্রমিক রুমান শকড খেয়ে নিচে রাস্তার পাশে রাখা ইটের খোয়ার উপর পড়ে যায়। একই সময় আরেক নির্মাণশ্রমিক ফারুক বিদ্যুতায়িত হয়ে ছিটকে তৃতীয় তলার ছাদেই পড়ে যায়। পরে তাৎক্ষণিক উভয়কে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় রুমানকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়। পথিমধ্যে সোয়া তিনটার দিকে মারা যায় রুমান। তবে আহত ফারুক আপাতত শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর টাইমসকে জানান এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রীয়াধীন রয়েছে।