শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাট্য সংগঠন ‘নাট্যশ্রমির’ চেয়ারম্যান রুকুনুজ্জামান জুয়েলের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) পিতা- অালহাজ্ব শাহাম্মদ অালী (৭০) আর নেই। বুধবার (২৫ মার্চ) ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে তার পৌর শহরের কাচারীপাড়া বাসভবনে ইন্তেকাল করেন।
বুধবার বাদ আছর শাহী জামে মসজিদের মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে শাহাম্মদ অালী ৪ ছেলে এবং ৪ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
শাহাম্মদ অালীর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা, নাট্যশ্রমির সভাপতি একে ফিরোজ এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে মরহুমের ছেলে রুকুনুজ্জামান জুয়েল বলেন, আজ বাদ আছর শাহী জামে মসজিদে আমার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যেন তার জান্নাত নসিব হয়।