শেরপুরের নালিতাবাড়ীতে ‘ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ’ এ শ্লোগানকে ধারণ করে বাঙালীর ঐতিহ্য নবান্ন উৎসব পালিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে নালিতাবাড়ী শহরের সেঁজুতি বিদ্যা নিকেতন এ উৎসবের আয়োজন করে। এ উপলে বিদ্যালয় প্রাঙ্গন থেকে নবান্নের নানা চিত্র ফুটিয়ে তোলে একটি বর্ণিল শোভাযাত্রা শহর প্রদণি করে। বিদ্যালয়ের অধ্য মনিরুজ্জামানের নেতৃত্বে শহর প্রদণি শেষে শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নতুন ধানের পিঠা-পায়েস ও মুড়ি-মুড়কি দিয়ে নবান্ন পালন করে শিক-শিার্থী ও অভিভাবকরা।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।