নালিতাবাড়ীতে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ঈমাম, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে শেরপুরের নবাগত জেলা প্রসাশক আনার কলি মাহবুবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয়ে এ মতবিনিময় সভা চলে দুপুর ১ টা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতেই নবাগত জেলা প্রশাসক(ডিসি) আনার কলি মাহবুব কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আরিফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন শেরপুরের সদ্যযোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি)আনার কলি মাহবুব।
এ সময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন,পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক,সদ্য জাতীয়করনকৃত শহীদ নাজমূল স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযুদ্ধা আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা প্রমোদ রঞ্জন মৃত্র,সাংবাদিক এমএ মান্নান, হিন্দু,বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লুইস নেংমিনজা প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।