শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের ১৫৫৩ জন মানুষ নগদ আর্থিক সহায়তা পেল। বুধবার (১২ মে) সকালে পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ ভবনে এই সহায়তা বিতরণ করেন ১নং পোড়াগাঁও ইউনিয় পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া।
সুত্রে জানা গেছে, ভিজিএফ ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ওই ইউনিয়নের বিভিন্ন ক্যাটাগরীতে ১০৫৩ জনের মাঝে ৪৫০ টাকা ও ৫০০ জনকে ৫০০ টাকা করে নগদ টাকা তুলে দেওয়া হয়।
এসময় পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনোয়ার হোসেন, ইউপি সচিব হাফেজ উদ্দিন, আ. লীগ নেতা ইস্রাফিল আলম, শরিফুল ইসলাম, উদ্যোক্তা মশিউর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।