শেরপুরের নালিতাবাড়ী উপজেলাতে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সুতিয়ারপাড় বাজার যুব সমাজ কল্যাণ সংঘের আয়োজনে সকালে উপজেলার সুতিয়ারপাড় বাজারের এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সুতিয়ারপাড়া বাজার যুব সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা নিওয়ামুল কাউসার, ছাত্র নেতা আবু ইলিয়াস সাদ্দাম, সভাপতি মাসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বছর ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত দুস্থ ও অসহায়দের মাঝে সেমাই, চিনি, তেল ও সাবান বিতরণ করা হয়।