‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এ শ্লোগান কে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুর্নীতি বিরোধী সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নালিতাবাড়ী সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে পৌর শহরের স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে সাইকেল র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র্যালীতে সনাকের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবক গ্রুপ ইয়েসের অর্ধশতাাধিক সদস্যরা অংশগ্রহন করেন।
নালিতাবাড়ী সনাক সভাপতি জোবায়দা খাতুন সাইকেল র্যালির উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় সনাক সহ-সভাপতি সাদরুল আহসান, সদস্য আল্পনা সাহা, টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
র্যালীতে শিক্ষার্থীরা তাদের সাইকেলে দুর্নীতি বিরোধী বিভিন্ন শ্লোগানের প্লেকার্ড লাগিয়ে শহর প্রদক্ষিণ করে।